প্রকাশিত: Thu, Mar 7, 2024 10:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:53 PM

[১]রমজানে চিনির সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী [২]ন্যায্যমূল্যে পণ্য না পাওয়া গেলে কঠোর পদক্ষেপ

সালেহ্ বিপ্লব: [৩] রমজান উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে আয়োজিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে ব্যবসায়ী ও বিক্রেতাদের উদ্দেশ্যে এস কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

[৪] টিসিবি জানায়, একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল,  ১ কেজি চিনি ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতিকেজি চিনি ৭০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

[৫] চিনির মজুত ও দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসআলম সুগার মিলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো কারণে বাজারে চিনির সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যবসায়ীদের বলছি, তারা যেন সঙ্কটের অপচেষ্টা না করেন। এদিকে পত্র-পত্রিকায় আমি দেখছি, দু-এক জায়গায় চিনির দাম বাড়ানোর অপচেষ্টা হচ্ছে, বিক্রেতারা কেউ যেন সেটা না করেন। কারণ মিলগেটে চিনির দাম এক টাকাও বাড়বে না। দেশের সংশ্লিষ্ট উৎপাদনকারীরা বাণিজ্য মন্ত্রণালয়কে এ প্রতিশ্রুতি দিয়েছেন।

[৬] তিনি বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে হবে। আমরা কখনই চাই না, পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজারের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে। বাজারে যদি সাধারণ গতি থাকে, সুষ্ঠুভাবে চলে, আমি বিশ্বাস করি বাজারে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া যাবে। আমরা সেই চেষ্টাই করছি। তবে কিছু সুবিধাভোগী লোক আছে, যারা সবসময় বাজার ব্যবস্থাপনার ত্রুটিগুলোকে অজুহাত বানিয়ে মুনাফা করতে চায়। আমরা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সেটা না হলে সব ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হবে।